হবিগঞ্জে বাস উল্টে ৩০ শ্রমিক আহত

দুর্ঘটনাস্থল

হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩০ শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর এলাকার ধানকাটার শ্রমিকদের নিয়ে একটি যাত্রীবাহী বাস বানিয়াচং উপজেলায় যাওয়ার পথে বানিয়াচং সড়কের কাগাপাশা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।  

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বানিয়াচং হাসপাতালে ভর্তি এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে  পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।