গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দুর্ঘটনার পর একটি বাস

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মেহেরুন বেগম (৫৫) নামে এক নারী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই নারী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দক্ষিণ বানিয়ারী গ্রামের ইউনুচ খানের স্ত্রী।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএমএম মাঈন উদ্দিন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের নাজিরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মনিহার পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মেহেরুন বেগম নামে এক নারী নিহতে এবং দুর্ঘটনা কবলিত বাস দু’টির ৩০ যাত্রী আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেলা সদর ও কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আজিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস দু’টি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’