বাণিজ্য ব্যবস্থাকে আরও টেকসই করতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে আরও বেশি অংশগ্রহণমূলক ও টেকসই করতে কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি সার্বিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে ফিজিক্যাল কানেকটিভিটির ওপর গুরুত্ব আরোপ করেন। বৃহস্পতিবার কমনওয়েলথ সরকারপ্রধানদের ২৫তম বৈঠকের (সিএইচওজিএম) উদ্বোধনী দিনে বাণিজ্য ও বিনিয়োগের জন্য কানেকটিভিটি এজেন্ডা বিষয়ক (উইন্ডসর) ঘোষণা গ্রহণ সংক্রান্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘একটি অধিকতর সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, “বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে আরও অংশীদারিত্বমূলক, ন্যায্য ও টেকসই করতে আমাদের কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর অবশ্যই আরও জোরালোভাবে কাজ করার উচিত। এক্ষেত্রে ২০১৫ সালে মাল্টায় অনুষ্ঠিত সিএইচওজিএম-এ সূচিত ‘কমনওয়েলথ বাণিজ্য অর্থায়ন সুবিধা’র আশু কার্যকরকরণ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সবসময় একটি নিয়মভিত্তিক স্বচ্ছ, অংশীদারিত্বমূলক ও ন্যায্য বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সার্বিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে ফিজিক্যাল কানেকটিভিটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) উপ-আঞ্চলিক কানেকটিভিটি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। আঞ্চলিক বাণিজ্য, পর্যটন ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির জন্য এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘কমনওয়েলথ নাগরিকদের রাজনৈতিক অধিকার জোরদার করা গুরুত্বপূর্ণ, যাতে তাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এবং কাঙ্ক্ষিত উন্নয়ন বিকশিত হয়।’ সূত্র: বাসস।

 আরও পড়ুন- 

‘সব বিষয় নিয়েই’ আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী
শেখ হাসিনার প্রশংসা করলেন জাস্টিন ট্রুডো