আরও ১১টি স্থলবন্দর চালু হবে: নৌপরিবহনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় নৌপরিবহনমন্ত্রীনৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান এমপি বলেছেন, ‘গত দশ বছরে শেখ হাসিনার সরকার ১০টি স্থলবন্দর চালু করেছে। নতুন করে আরও ১১টি স্থল বন্দর চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে করে সীমান্তে চোরাচালান অনেকাংশে কমে আসবে।’

আখাউড়া স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনার জন্যে প্রথম সভায় যোগদানের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা। তিনি জানান, ‘আখাউড়া স্থলবন্দর উন্নয়নে উপদেষ্টা কমিটির কয়েক দফা বৈঠক ইতোমধ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শুধু আখাউড়া স্থলবন্দর নয়, সব গুলো স্থলবন্দরের উন্নয়ন কাজ চলছে।’

মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।