কেসিসি নির্বাচন: প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীদের প্রচারণা, ইসি’র উদ্বেগ

খুলনা সিটি করপোরেশন নির্বাচন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা নির্বাচনি প্রচার প্রচারনা ও ভোট চাওয়া শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী জানান, প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীদের প্রচারণা নির্বাচনি আচরণবিধির ৫ ধারার লঙ্ঘন। সব প্রার্থী ও দল এবং প্রতিনিধিদের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘পত্রিকার পাতায় প্রতিদিনিই প্রধান দুই দলের খবর ছবিসহ প্রকাশ হচ্ছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যনারে দলীয় প্রতীকের ব্যবহার ও নির্বাচনের নানা কথা থাকছে। নিজ পক্ষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বানও জানানো হচ্ছে। যা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও জানান, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ৫ ধারায় বলা হয়েছে- কোনও প্রার্থী বা তাহার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনও প্রকার নির্বাচনি প্রচার শুরু করিতে পারিবেন না।