বিএসএফ এর কাবাডি দল বাংলাদেশে

বেনাপোলে বিএসএফ এর কাবাডি দলসীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ১৭ সদস্যের একটি কাবাডি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে। শনিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় কাবাডি দলের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেন।

আগামী ২৪ এপ্রিল ঢাকার পিলখানায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি কাবাডি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে এই প্রীতি কাবাডি ম্যাচ সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।  

এর আগে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টে আসলে ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএসএফে’র ১৭ সদস্যের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসি) জগপাল সিং।

আগামী ২৫ এপ্রিল প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবেন বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।