কেসিসি নির্বাচন: কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বিএনপি প্রার্থীর

 



খুলনা সিটি করপোরেশন নির্বাচনদলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালিয়ে হয়রানি করাসহ ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুর রহমান। শনিবার (২১ এপ্রিল) দুপুরে এ অভিযোগ লিখিতভাবে কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে দেওয়া হয়েছে। একইসঙ্গে এ ব্যাপারে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।


কাউন্সিলর প্রার্থী এস এম আব্দুর রহমান অভিযোগ করেন, শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ তার ওয়ার্ড এলাকার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযানের নামে তল্লাশি চালায়। এসময় বিএনপি নেতা আসলামের বাড়িতে ভাঙচুরও করা হয়। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোসহ হুমকি দেওয়া হয়েছে। পুলিশের এ ধরনের ভূমিকা বিএনপি প্রাথীর নির্বাচনি প্রচারণাকে বাধাগ্রস্ত করবে বলে দাবি করেন তিনি।
কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম আব্দুর রহমানের একটি লিখত অভিযোগ শনিবার দুপুরে পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’