৫৪ বছর পর বিদ্যুৎ সংযোগ!

পঞ্চগড়৫৪ বছর পর বিদ্যুৎ সংযোগ পেল পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার কলেজপাড়ার শতাধিক পরিবার। ১৯৬৪ সালে বোদায় প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কলেজপাড়া সংলগ্ন বোদা পাথরাজ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই বিদ্যুৎ সংযোগ পেলেও কলেজপাড়ার অধিবাসীদের অপেক্ষার শেষ হলো ৫৪ বছর পর। এতদিন তারা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

রবিবার (২২ এপ্রিল) বিকালে বোদা পৌরসভা এলাকার কলেজপাড়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়। এ গ্রামের শতাধিক পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পল্লী বিদ্যুত সমিতি বোদা সাব জোনের এজিএম আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ে ব্যাপকভাবে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান শুরু হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বোদা ও দেবীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে বলে জানান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।