হবিগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই জন নিহত

হবিগঞ্জহবিগঞ্জের নবীগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকচালক সোহেল আহমেদ ও নানু মিয়া নামে এক পথচারী মারা গেছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছেন আরও চার জন।

নিহত ট্রাক চালক সোহেল আহমেদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। পথচারী নানু মিয়া চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুস সোবহান এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় দাঁড় করিয়ে গাড়িতে কাজ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা ট্রাক চালক সোহেল আহমেদ ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান। আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন, পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ চার জন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় নানু মিয়া মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিমল চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে একজনের মৃত্যু হয়। নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে।