সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

সিলেট শিক্ষা বোর্ড

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস করেছে  ৭০ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী।  এই পাসের হার গতবছরের থেকে ৯ দশমিক ৮৪ শতাংশ কম। গতবছর পাসের হার ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ। তবে এবার সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ ৫। গত বছর সিলেটে জিপিএ ৫ এসেছে ২ হাজার ৬শ ৬৩ এবং এবছর এসেছে ৩ হাজার ১শ ৯১।

রবিবার (৬ মে) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ জানান, সাধারণ গণিত ও ইংরেজিতে ফলাফল খারাপ করার কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে।

জানা যায়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সিলেটের চার জেলার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩। এদিকে ১টি শিক্ষার্থীও পাস করেনি এমন কোনও প্রতিষ্ঠান নেই সিলেট বোর্ডের অধীনে। সিলেট বোর্ডে এবছর এসএসিতে ১ লাখ ৮ হাজার ৯শ’ ২৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৬ হাজার ৭শ’ ১০ জন পরীক্ষার্থী। এবছর সিলেট জেলায় পাসের হার ৭৩.৮০, হবিগঞ্জে ৭০.৩৪, মৌলভীবাজারে ৬৬.৯৯ ও সুনামগঞ্জে ৬৮.৫৩ শতাংশ।

 

আরও পড়ুন:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫