পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ আজ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ আজ

ভারতে পঞ্চায়েত নির্বাচনের কারণে আজ সোমবার (১৪ মে) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। তবে বন্দরের ভেতরের কার্যক্রমসহ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে জানান, আজ সোমবার ভারতের হিলিসহ পুরো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে ভারতীয় রফতানিকারকরা কোনোপ্রকার পণ্য বাংলাদেশে রফতানি বা বাংলাদেশ থেকে আমদানি করতে পারবে না, এই মর্মে আজ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার অনুরোধ জানিয়ে আমাদের কাছে পত্র দিয়েছেন ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। সেই পত্রের আলোকে আজ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বন্দরের ভেতরে গতকালের আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। আগামীকাল মঙ্গলবার বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে নির্বাচনের কারণে আজ বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।