শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু

চা নিলাম শুরুর আগের আনুষ্ঠানিকতা

শ্রীমঙ্গলে অবস্থিত দেশের  দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে আন্তর্জাতিক চা নিলাম কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি, আনুষ্ঠানিকভাবে নিলাম কার্যক্রম শুরু করেন।

নিলামে সাতটি চা ব্রোকার্স প্রতিষ্ঠানসহ প্রায় দেড় শতাধিক ক্রেতা যোগ দেন।  নিলামে ৭টি সেল থাকছে। ধারাবাহিকভাবে ৭ টি সেল অনুষ্ঠিত হবে।

এর আগে, ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জানা যায়, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) পরিচালনায় এ কেন্দ্রে পর পর তিনটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে। এ সময় চট্টগ্রামে অনুষ্ঠিত চায়ের আন্তর্জাতিক নিলাম বন্ধ রাখা হবে। টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলক নিলামের পর পর্যালোচনা শেষে দেশের দ্বিতীয় চা নিলামকেন্দ্রের পরবর্তী কার্যক্রমবিষয়ক সিদ্ধান্ত নেওয়া হবে।