আরও দুটি কেন্দ্রে ভোট বাতিল

কেসিসি নির্বাচন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আরও দুটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে মহানগরীর ৩১নং ওয়ার্ডের ২৭৮ নম্বর কেন্দ্রের (ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়) ভোট বাতিল করা হয়। এই কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোর করে সিল মেরে বাক্সে ভরার অভিযোগ থাকায় ভোট বাতিল করা হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার আলী হোসেন। ভোট বাতিল হওয়া অপর কেন্দ্রটি হচ্ছে লবণচরা প্রাথমিক বিদ্যালয়।

এর আগে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনায় খুলনা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের ২০২ নম্বর ভোটকেন্দ্র ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট বাতিল ঘোষণা করা হয়। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ইউনুস আলী এ তথা জানান। এছাড়া কেন্দ্রের বাইরে বিএনপি’র ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

ইকবালনগর স্কুল কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, এই কেন্দ্রে সাতটি বুথ ছিল। বেলা ১১টার দিকে স্কুলের একাডেমিক ভবন-২-এর সাত নম্বর বুথে (দোতলায়) ১৫-২০ জনের একটি দল আসে। তারা তার কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়। এরপর তিনি বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

আরও পড়ুন-

২২ নম্বর ওয়ার্ডে ভোট বাতিলের আবেদন

‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে...বাড়ি যান’ (ভিডিও)

ব্যালট ছিনতাই, ইকবালনগর কেন্দ্রের ভোট বাতিল (ভিডিও)

কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ (ভিডিও)

ইভিএমে নারীরা খুশি, পুরুষরা নাখোশ

ভ্যানে চড়ে ভোট দিতে এলেন হানিফ

বাড়ছে ভোটাদের উপস্থিতি, নারীরাই বেশি

ভোট দিলেন খালেক ও মঞ্জু

বিড়ম্বনায় কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোটাররা

কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন