খুলনা সিটির ভোট নিয়ে বাস্তব অবস্থার উল্টো চিত্র দেখাচ্ছে বিএনপি: ইনু

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

খুলনা সিটি করপোরেশন ভোট নিয়ে বিএনপি বাস্তব অবস্থার উল্টো চিত্র দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘জিতলে নির্বাচন ভালো হয়েছে আর হারলে নির্বাচন খারাপ হয়েছে –এই নীতিতে চলছে বিএনপি। এটা গণতান্ত্রিক নীতি নয়। খুলনার পরাজয়কে জাতীয় নির্বাচন বর্জনের উছিলা বানানোর পাঁয়তারা করছে বিএনপি। তবে তাদের এ পাঁয়তারা সফল হবে না। সঠিক সময়েই জাতীয় নির্বাচন হবে।’

বুধবার (১৬ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমে প্রতি মুহূর্তে নানা ঘটনা উঠে আসছে। নির্বাচন খুবই খারাপ হয়েছে –এপর্যন্ত এমন কোনও প্রতিবেদন মিডিয়ায় দেখিনি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। আদালত স্বাধীনভাবেই কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আর বিচারহীনতার সংস্কৃতিতে ফিরে যাবে না; অপরাধ করলে বিচার হবেই। আর সাজা হলে কারাগারে যেতে হবে, এর সঙ্গে রাজনীতির কোনও সর্ম্পক নেই।’

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা শাখার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম-মহাসচিব হাসানুজ্জামান খসরুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।