পুটখালী সীমান্ত থেকে ২৩ সোনার বার জব্দ

টেবিলে জব্দকৃত ২৩টি সোনার বার (ছবি- প্রতিনিধি)

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে দুই কেজি ৬৮০ গ্রাম ওজনের ২৩টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ মে) বেলা ৩টার দিকে পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পাচারকারীরা বেনাপোল বাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ সোনার বার পুটখালী সীমান্তের ১৬৬ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে পাচার করবে। এ খবর পেয়ে পুটখালী ক্যাম্পের টহলদলের বিজিবি সদস্যরা সীমান্তের ভান্ডারীর মোড় এলাকায়  অভিযান চালান। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল পাচারকারী কালো রঙের একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এর বিভিন্ন অংশে কৌশলে লুকিয়ে রাখা ২৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ১৭ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, জব্দকৃত সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।