চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ মে) রাত ২টার দিকে উপজেলার ৪নং বেড়িবাঁধ তাঁতিপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তবে তার পরিচয় পাওয়া যায়নি। 

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, শিবগঞ্জের তাঁতিপাড়া বেড়িবাঁধ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুইপক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

র‌্যাব কমান্ডার আরও বলেন, গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীকে চাঁপাইনাবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব আরও জানায়, এ সময় ঘটনাস্থল  থেকে ৬ কেজি ৭ গ্রাম গাঁজা, ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।