থানার ছাদ থেকে নৈশপ্রহরীকে ফেলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নির্যাতনের পর রাসেল মিয়া নামের এক নৈশপ্রহরীকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভবনের তৃতীয়তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ মে) শহরের মধ্যপাড়া এলাকার মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধন থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন এলাকাবাসী।

রাসেল মিয়া শহরের কোর্ট রোডের সিটি সেন্টারের শাহজালাল ইসলামী ব্যাংকের নৈশ প্রহরী। 

এ ব্যাপারে রাসেলের মা আমেনা বেগম, ভাই রুবেল মিয়া, খালা রিনা বেগমসহ এলাকাবাসী জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কোর্ট রোডের সিটি সেন্টারের শাহজালাল ইসলামী ব্যাংকের নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন রাসেল। সোমবার ভোররাতে ওই মার্কেটের তৃতীয় তলার স্বপ্নলোক ফ্যাশন হাউজে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই বিকাল ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ি থেকে নৈশপ্রহরী রাসেলকে ধরে নিয়ে যায়। পরে থানা হেফাজতে নিয়ে গিয়ে পুলিশ তাকে বেধড়ক মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে পুলিশ থানা ভবনের ছাদ থেকে নৈশ প্রহরী রাসেলকে ফেলে দেয়। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাসেলের মামা খবির মিয়া বলেন, ‘রাসেলকে ডেকে থানা ভবনের ছাদে নিয়ে বেধড়ক পেটানো হয়। মারধর থেকে বাঁচতে রাসেল ছাদ থেকে লাফিয়ে পড়ে বলে শুনেছি।’  

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীর বলেন, ‘চুরির ঘটনার পর জিজ্ঞাসবাদের জন্য মার্কেটের প্রহরী রাসেলসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। ইফতারের সময় থানা ভবনের দ্বিতীয় তলায় অবস্থানরত রাসেল কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে পড়ে যায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’