বরিশালে রেণু পোনাসহ আটক, ১৪ জনকে জরিমানা

রেণু পোনা পরিবহনের দায়ে বরিশালে ১৪ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন। অভিযুক্তরা বুধবার (২৩ মে) সকালে বরিশাল সদর উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট থেকে ১ লাখ ৮০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা ট্রলার থেকে ট্রাকে তোলার চেষ্টা করছিল। তখন স্থানীয়রা বন্দর থানায় খবর পাঠায়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।বরিশাল

গ্রফতারকৃতদের কাছ থেকে ৩৫ ড্রাম ভর্তি চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। অভিযুক্তদের মোট ২৮ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

রেণু পোনা জব্দ করা ও অভিযুক্তদেরমোট ২৮ হাজার টাকা জরিমানা করার খবরের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত। তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশে উদ্ধারকৃত রেণু পোনা নদীতে অবমুক্তকরা হয়েছে।