খাগড়াছড়িতে ইউপিডিএফ এর কার্যালয়ে অভিযান

খাগড়াছড়ি

জেলা সদরের গিরিফুল এলাকায় ইউপিডিএফ এর (প্রসীত গ্রুপ) একটি কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ও বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ মে) সকালে এই অভিযান যৌথ বাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন

জানা যায়, ইউপিডিএফ-এর  প্রসীত গ্রুপের বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী গিরিফুল এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে বৈঠককারী সদস্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা, অস্ত্র বহনের ৭টি বড় ব্যাগ, বেশ কিছু মোবাইল ফোন ও অন্যান সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ইউপিডিএফ সদস্য এবং উদ্ধারকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী ।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে। আটক ব্যক্তিকে প্রাথমিক তদন্তের পর ছেড়ে দেওয়া হয়েছে।