আড়াইহাজারে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে ধরে এক ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের মাতাইন  গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সালিশে জিতিয়ে দেওয়ার কথা বলে মাতাইন গ্রামের কাইয়ুম নামে এক ব্যক্তির কাছ থেকে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ চার হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।  কিন্তু সালিশে জেতাতে না পারায় ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুই জনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে কাইয়ুমের অনুসারী আব্দুর রবের সঙ্গে লতিফের হাতাহাতি হয়। খবর পেয়ে আব্দুর রবের লোকজন এসে ইউপি সদস্য আবদুল লতিফকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আব্দুল লতিফ হামলার অভিযোগ করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।