জামালপুরে নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তিনজনের কারাদণ্ড

কারাদণ্ড

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে যুবলীগ নেতাসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৬ মে) দুপুরে সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতের তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দিগপাইত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের অফিস সহকারী মতিউর রহমান (৩৫), টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার বাসিন্দা ও কলেজের কম্পিউটার অপারেটর জহির উদ্দিন এবং একই কলেজের অফিস সহায়ক এরশাদ আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পরীক্ষা চলাকালে দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রের ভিতর অবস্থান করে ওই তিনজন মুঠোফোনের মাধ্যমে কয়েকজন পরীক্ষার্থীকে উত্তর সরবরাহ করছিলেন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার বিষয়টি খেয়াল করে তাদের আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে উত্তর সম্বলিত মুঠোফোন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।