কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে

কেরানীগঞ্জ

দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’দের নিহত হওয়ার ঘটনায় কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একসময় কেরানীগঞ্জের সর্বত্রই রমরমা মাদক ব্যবসা চলেছে। তখন পুলিশ অনেকটা না দেখার ভান করে থাকতো। আবার অনেক পুলিশ নিয়মিতভাবে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বখরা নিতো। কিন্তু সরকার মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থা নেওয়ায় পুলিশও এখন বাধ্য হয়েই মাদক ব্যবসায়ীদের আটক করতে বাধ্য হয়েছে। তবে এখনও কিছু কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলেও মাদক ব্যবসায়ীদের তৎপরতা এখনও চলছে গোপনে। আগে যেমন ঘটা করে মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালাতো, অভিযানের কারণে এখন তারাও কৌশল পরিবর্তন করেছে।  

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাখের মোহাম্মদ যুবায়ের এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের হাতে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে। আমরা সেই তালিকা মোতাবেক অভিযান চালাচ্ছি এবং অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছি। বাকিদেরও গেফতার করার অভিযান অব্যাহত রেখেছি। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না।’