গা ঢাকা দিয়েছে মাগুরার মাদক ব্যবসায়ীরা

মাগুরা

‘বন্দুকযুদ্ধে’ মাগুরায় দুই মাদক ব্যবসায়ীর নিহত হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে মাদক ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন স্পটে যেসব মাদক বিক্রেতার আনাগোনা ছিল তাদের দেখা মিলছে না বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, ২৪ মে রাতে বন্দুকযুদ্ধে মাগুরার দুই ‘মাদক ব্যবসায়ী’ আইউব হোসেন ও মিজানুর রহমান কালু নিহত হন। এ ঘটনার আগে মাগুরায় মাদক ব্যবসায়ীদের অবাধে ব্যবসা চলাফেরা করতে দেখা গেলেও এখন আর তাদের দেখা যাচ্ছে না।

নিজনান্দুয়ালী এলাকার চায়ের দোকান মালিক মাহাবুল বলেন, ‘আগে আমার চায়ের দোকানে অনেক মাদকসেবীর আনাগোনা ছিল। এই এলাকার মাদক ব্যবসায়ী আইউব হোসেন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তাদের আর দেখছি না।’

শহরের দোয়ারপাড় এলাকার মাগুরার অন্যতম মাদক স্পট বলে পরিচিত। এখানকার অধিবাসীরাও জানিয়েছেন, সারাদেশে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এখানে মাদকের আনাগোনা নেই বললেই চলে।

দোয়ারপাড় এলাকার এনজিও কর্মী মনিরুজ্জামান বলেন, ‘এখানে কারা মাদক ব্যবসায় জড়িত তা সবাই জানে কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের নাম বলতে সাহস পান না। তবে সম্প্রতি মাগুরায় দু’জন নিহত হওয়ার পর সবাই গা ঢাকা দিয়েছে। তাদের পরিবারও আতঙ্কিত।’

মাগুরায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের দলীয় পদ না থাকলেও ক্ষমতাসীন দলের অধিকাংশ কর্মসূচিতে তাদের সরব উপস্থিতি থাকে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে একহাজার পিস ইয়াবাসহ মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলামকে একজন কাউন্সিলরসহ যশোর থেকে গ্রেফতার করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, ‘আমরা সবসময় বলছি মাদক ব্যবসায়ী যেই হেক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যদি আমাদের কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। মাদক ব্যবসায় যারা জড়িত, তারা সবাই গা ঢাকা দিয়েছে। যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। তবে কৌশলগত কারণে কারো নাম বলতে পারছি না এখন।