হবিগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক

হবিগঞ্জহবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পরিষদের উপনির্বাচনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আল আমিন প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৫ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই লক্ষে প্রার্থী নির্ধারণের জন্য সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিরতির সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে কিল-ঘুষি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আল আমিনসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে আল আমিনের মৃত্যু হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সংঘর্ষে নয়; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আল আমিন স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।