নারায়ণগঞ্জে পাঁচ দিন ধরে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী

প্রবীর চন্দ্র ঘোষ

নারায়ণগঞ্জের কালিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ (৪২) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ী বাবা সোমি ভোলানাথ ঘোষ বাদী হয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমি ভোলানাথ ঘোষের করা জিডিতে বলা হয়, প্রবীর চন্দ্র ঘোষ সোমবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বালুর মাঠের বাসা থেকে বের হয়ে কালিরবাজার স্বর্ণপট্টিতে যান। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। রাতে ছেলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেনি। তারপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরও বলা হয়, প্রবীর চন্দ্র ঘোষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল হালকা লম্বা, মাথার চুল কালো । পরনে ছিল প্যান্ট আর শার্ট।

এদিকে বুধবার কালিবাজার স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা প্রবীর চন্দ্র ঘোষের সন্ধান ও দ্রুত উদ্ধারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মিছিলটি নগরীর কালিরবাজার থেকে বের হয়ে চাষাঢ় ঘুরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।

এ প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ প্রবীর চন্দ্র ঘোষকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।’