নড়াইলে রাসায়নিক মেশানো ৩০ মণ আম জব্দ

জব্দ করা আমনড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে রাসায়নিক মেশানো ৩০ মণ আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আম ব্যবসায়ী মালেক ফারাজী ও সোহরাব মোল্যাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা সেলিম।

শুক্রবার (২২ জুন) বেলা ১১টার দিকে এ আম জব্দ করা হয়।

জব্দ করা আম ধ্বংস করা হয়

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আফরা গ্রামের আম ব্যবসায়ী মালেক ফারাজীর বাড়িতে অভিযান চালিয়ে কেমিক্যাল মিশ্রিত ৩০ মণ আম জব্দ করে তা ধ্বংস করা হয়। মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার অপরাধে দুই আম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত আম ও এক বোতল কেমিক্যাল ধ্বংস করা হয়েছে।