ধরলায় জেলেদের জালে ডলফিন

ডলফিন (ছবি- প্রতিনিধি)

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ধরলা নদীতে জেলেদের জালে পাঁচ মণ ও এক মণ ওজনের দু’টি ডলফিন ধরা পড়েছে। বৃহস্পতিবার (২১ জুন) বিকালে ‘শেখ হাসিনা ধরলা সেতু’র উত্তরে ধরলা নদীতে এ ডলফিন দু’টি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ জুন) বিকালে একদল জেলে ধরলা নদীতে মাছ ধরতে গেলে গোরকমণ্ডল গ্রামের নির্মল বিশ্বাস নামে এক জেলের জালে ডলফিন দু’টি ধরা পড়ে। ডলফিন ধরা পড়ার খবরে তা দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

জেলে নিমর্ল বিশ্বাস জানান, তিনি ডলফিন দু’টি ২০ হাজার টাকায় চিলমারী উপজেলায় বিক্রি করেছেন।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মূসা বলেন, ‘স্থানীয় জেলেদের জালে  দু’টি ডলফিন ধরা পড়ার খবর শুনেছি। পরে জানতে পেরেছি, জেলেরা ডলফিন দু’টি বিক্রি করেছে।’