পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিজাম বাহিনীর প্রধান নিহত

বন্দুকযুদ্ধপাবনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দল নিজাম বাহিনীর প্রধান নিজাম মন্ডল (৪২) ওরফে বড় নিজাম নিহত হয়েছেন। শনিবার দিনগত মধ্যরাতে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ‘শনিবার রাতে আমিনপুর থানার ঢালারচর মালদার হাট (দাস পাড়া) এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ১১টায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১০ থেকে ১২ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও নিজাম গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, নিহত নিজাম মন্ডল আন্তঃজেলা ডাকাত দল নিজাম বাহিনীর প্রধান ছিলেন। তিনি মিরপুর আমিনপুর এলাকার জিলাল মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় সাতটি খুন ও দুটি অপহরণ মামলা রয়েছে। এছাড়া ২০১০ সালে আলোচিত ঢালারচরে তিন পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি তিনি। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খালি কার্তুজ ও তিনটি চাপাতি উদ্ধার করেছে। আজ রবিবার (২৪ জুন) সকালে ময়নাতদন্তের জন্য নিজামের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হবে বলেও পুলিশ জানায়।

আরও পড়ুন- গুলিতে তিন মাদক ব্যবসায়ীর মৃত্যু