বজ্রপাতে মাদ্রাসার অফিস কক্ষসহ চারটি কক্ষে আগুন

আগুনে পুড়ে যাওয়া কাগজপত্রবজ্রপাতে কুড়িগ্রাম শহরের আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষসহ চারটি রুমের জরুরি কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। রবিবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য জানিয়েছেন।

আগুনে পুড়ে যাওয়া কক্ষমাদ্রাসার পিয়ন এনামুল হক জানান, রবিবার সকালে বৃষ্টির সময়ে বজ্রপাত হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে অধ্যক্ষের কক্ষের ওপর বিকট শব্দে বজ্রপাত হলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে এই আগুন পাশের আরও তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি কক্ষের জরুরি কাগজপত্রসহ তিনটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও আসবাবপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বজ্রপাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে মাদ্রাসার অফিস কক্ষসহ চারটি কক্ষের মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আলিয়া কামিল মাদ্রাসা

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর বখত জানান, বজ্রপাতে প্রতিষ্ঠানের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। একটি কোরআন শরিফ ছাড়া কোনও কিছুই অক্ষত উদ্ধার করতে পারিনি।

ঘটনার পরপরই কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।