মোটেল সৈকত থেকে গ্রেফতার শিবিরের ২১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

12মোটেল সৈকত থেকে গ্রেফতার জামায়াত-শিবিরের ২১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার (২৪ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তবে শুনানির সময় আদালতে আসামিদের হাজির করা হয়নি বলে জানান তিনি।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘সংশ্লিষ্ট নথি পাঠানোর পর আদালত পর্যালোচনা করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এর আগে শনিবার (২৩ জুন) রাত ৮টার দিকে মোটেল সৈকতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে রবিবার (২৪ জুন) সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। কোতোয়ালী থানার উপ পরিদর্শক গোলাম ফারুক মামলাটি দায়ের করেন।

‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। সংগঠনটি দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাংস্কৃতিক ইউনিট হিসেবে কাজ করে। গ্রেফতার আসামিদের মধ্যে মহানগর জামায়াতের এক নেতাসহ দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও বায়তুল মাল সম্পাদক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।