বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

প্রতীক বরাদ্দ ১০ জুলাই: চলছে প্রার্থীদের অনানুষ্ঠানিক প্রচারণা

72e8d5eb45982b5217303e63fd7edbe9-5b215d1f8b82d

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এর আগে আগামী ১০ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

নির্বাচন কমিশনের ’আচরণ বিধি’র বাধ্যবাধকতায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে না পারলেও, প্রার্থী বিশেষ করে মেয়র প্রার্থীরা তাদের রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে  নির্বাচনে করণীয় সম্পর্কে আলোচনা সভা, ভোটারদের সঙ্গে গণসংযোগসহ অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সব রাজনৈতিক দলের কার্যালয় তাই এখন সরগরম। প্রধান দুই দলের মেয়র প্রার্থীদের বাড়ির সঙ্গেই থেই কর্মী সমাবেশের জন্য অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে।

শনিবার দুপুরে বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার বরিশালে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকা অফিসের ব্যুরো প্রধান, রিপোর্টার এবং ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  তিনি বলেন, প্রচার-প্রচারণার আগে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, দেখা সাক্ষাৎ করাও একটি নির্বাচনী কৌশল। প্রতীক বরাদ্দের পর কর্মী-সমর্থকদের নিয়ে তিনি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন। 

এ সময় তার সাথে ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও তার বাসা এবং দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নিয়মিত দেখা-সাক্ষাৎ আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হবো বলে কয়েক বছর থেকেই দলীয় এবং সামাজিক কর্মকাণ্ডে সময় দিয়েছি। দলও আমাকে মনোনয়ন দিয়েছে। এখন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবো।

বিসিসি নির্বাচনে মেয়র পদে একমাত্র নারী-প্রার্থী বাসদ মনোনিত ডা: মনীষা চক্রবর্তীও তার দলীয় কার্যালয়ে নেতা-কর্মী-সমর্থক এবং পেশাজীবীদের সাথে বৈঠক করছেন।

ভোটারদের নিরাপত্তার জন্য বরিশাল সিটি নির্বাচনে থাকছে তিন  স্তরের নিরাপত্তা থাকলে বলে জানিয়ছে নির্বাচন কমিশন।