জামালপুরে আ.লীগের সংগঠন মেলা শুরু আজ

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনবাংলাদেশ আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোগে সংগঠন মেলার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুলাই)  শুরু হয়ে আগামী শনিবার (১৪ জুলাই) পর্যন্ত চলবে এই মেলা। মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠন মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে শহরের বকুলতলায় জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সংগঠন মেলা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জানানো হয়, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে সারাদেশের মধ্যে একটি মডেল সাংগঠনিক উপজেলার স্বীকৃতি অর্জন করতে এবং আগামী সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে সর্বাধিক ভোটের ব্যবধানে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দলের আটটি সহযোগী সংগঠনকে নিয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সংগঠন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় পৌর শাখাসহ ৮টি সাংগঠনিক ইউনিয়ন ও ৮টি সহযোগী সংগঠন, বিক্রয় কেন্দ্র, তথ্য কেন্দ্র, স্বাস্থ্যসোবা কেন্দ্র ও উপজেলা আওয়ামী লীগের প্যাভিলিয়নসহ মোট ২১টি প্যাভিলিয়ন থাকবে। কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠন ও সংগঠক পর্যায়ে সম্মাননা প্রদান করা হবে মোট ৩৮২টি।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সহ-সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, সহ-সভাপতি অরুন কুমার সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুর রহমান উজ্জল, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খান সহ জেলা ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ওবায়দুর রহমান বেলাল।  

আরও পড়ুন- শেখ হাসিনার কাছে তৃণমূলের খামে ভরা অভিযোগ