লাখো ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করবো: লিটন

গণসংযোগকালে বক্তব্য রাখছেন খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আমি নির্বাচিত হলে শিল্পায়নের মাধ্যমে নগরীর লাখো ছেলেমেয়ের চাকরি ব্যবস্থা করবো। গত পাঁচ বছরে পিছিয়ে যাওয়া রাজশাহীতে ব্যাপক উন্নয়ন করা হবে। আমি সেটাই বলছি, যা করার সামর্থ্য আমার আছে। আমাকে ভোট দিন, মেয়র নির্বাচিত হলে উন্নয়ন বুঝে নেবেন।’ শনিবার (১৪ জুলাই) নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বুধপাড়া নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে গণসংযোগ শুরু করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বুধপাড়ার নজিরের মোড়, সেলিমের মোড়, জনাবের মোড়, মধ্য বুধপাড়া, পশ্চিম বুধপাড়া, পশ্চিম বুধপাড়া মসজিদের মোড়, স্কুল মোড় এলাকায় গণসংযোগ করেন তিনি। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি এসব এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগের সময় নগরীর উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

বুধপাড়া এলাকায় গণসংযোগের সময় লিটনকে স্থানীয়রা জানান, এখানকার অনেক এলাকায় পাকা রাস্তা নেই। এতে সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটুসমান কাঁদা জমে। এসময় লিটন বলেন, ‘আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিন। আমি আপনাদের রাস্তঘাট করে দেবো। জীবনমান উন্নয়নে যা যা করা দরকার, করবো।’

বুধপাড়া এলাকায় গণসংযোগের সময় এক জায়গায় সমবেত হন শতাধিক নারী। উপস্থিত নারীরা খায়রুজ্জামান লিটনের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা ও নারী উন্নয়নের দাবি জানান। খায়রুজ্জামান লিটন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ও ভোট চান। এসময় নগরীর উন্নয়নে লিটনকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন নারীরা। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাব্বেল হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে, দুপুর ২টার দিকে নগরীর মাসকাটদিঘি এলাকায় এক মতবিনিময় সভায় যোগ দেন খায়রুজ্জামান লিটন। ৩০ নম্বর ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুজ্জামান লিটন। এসময় খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপির মেয়রের কারণে রাজশাহীবাসী পাঁচ বছর পিছিয়ে গেল। তিনি রাজশাহীর উন্নয়নে কিছুই করেননি। রাজশাহীর মানুষ এখন এই অবস্থার পরিবর্তন চান। এই পরিবর্তনের জন্য তারা নৌকা প্রতীকের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।’

সভায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘গত নির্বাচনে রাজশাহীবাসী ভুল করেছিল, যার ফলে পাঁচ বছর ধরে নগরীর কোনও উন্নয়ন হয়নি। রাজশাহীবাসী আর কোনও ভুল করতে চায় না। উন্নয়নের স্বার্থে এবার সবাই খায়রুজ্জামান লিটন ভাইকে ভোট দেবেন।’ এদিকে, মতবিনিময় সভা শেষে খায়রুজ্জামান লিটন মাসকাটাদিঘি ও বুধপাড়া এলাকায় মানুষের বাড়ি বাড়ি যান ও ভোট চান।