লালমনিরহাটে দেশীয় রিভলভারসহ কলেজছাত্র গ্রেফতার

রিভলবারসহ গ্রেফতার

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার একটি চায়ের দোকান থেকে দেশীয় তৈরি রিভলভারসহ মোঃ সাইমুন ইসলাম শুভ (২৩) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

শুভ লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (বানভাসা মোড়) এলাকার মোঃ নুরুজ্জামান বাবুর ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। নুরুজ্জামান বাবু লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি বাজারে গরু ক্রয়-বিক্রয় রশিদ লেখক।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মনসুর আলী সরকার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার জৈনক মাহাতাব হোসেন বকুলের চায়ের দোকান থেকে মোঃ সাইমুন ইসলাম শুভকে দেশীয় তৈরি একটি রিভলভারসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ গত ৩/৪ মাস ধরে দেশীয় তৈরি রিভলভারটি হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি মাদক সেবনের কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি লালমনিরহাট সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র বলেও জানিয়েছে।’

ডিবি ওসি সরকার আরও জানান, রিভলভারটি কোথায় পেয়েছেন কিংবা কার মাধ্যমে পেয়েছেন? অথবা কোথায় তৈরি করা হয়েছে? কেন তিনি এই রিভলভারটি নিজের হেফাজতে রেখেছেন-জিজ্ঞাসাবাদে এসব বিষয় জানার চেষ্টা চলছে।’

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ডিবির ওসি মনসুর আলী সরকারের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে দেশীয় রিভলভারসহ শুভকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয়। অস্ত্র আইনের ‘১৯-এ’ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’