মজুরি কমিশন বাস্তবায়ন হওয়ায় পাবনা সুগার মিলে শ্রমিকদের আনন্দ মিছিল

নতুন বেতন স্কেল হওয়ায় পাবনা সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ র‌্যালি

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর প্রতিবেদন অনুযায়ী নতুন মজুরি (বেতন স্কেল)ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল  করেছে পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (১৬ জুলাই) সকাল ১১টায় সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের উদ্যোগে সুগার মিলে প্রশাসনিক ভবনের সামনে হতে আনন্দ মিছিলটি পাবনা-ঈশ্বরদী মহাসড়ক প্রদক্ষিণ করে দাশুড়িয়া বাজার মোড় ঘুরে এসে মিলের প্রধান গেটে শেষ হয়।

এ সময় শ্রমিক-কর্মচারীদের আনন্দ মিছিল ও উল্লাসে যোগ দেন মিলের কর্মকর্তারাসহ পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ করেন শ্রমিক-কর্মচারীরা।

পাবনা ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, শ্রমিক নেতা আব্দুস সালাম, শামসুল আলম বাবু, সাজেদুল ইসলাম শাহিন, জিল্লুর রহমান, আইনুল হক, তৌহিদা খাতুন প্রমুখ।

পরে মিলের প্রধান ফটকের সামনে ২০১৫ সালে জাতীয় স্কেল ঘোষণা বাস্তবায়ন হওয়াতে সবাই মিষ্টি খেয়ে উল্লাস করেন।