শাহ আমানতে এক কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরএক কেজি ১৭০ গ্রাম স্বর্ণসহ সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার এক যাত্রীকে গ্রেফতার করেছেন কাস্টমসের কর্মকর্তারা। বুধবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম কাস্টমস এর উপকমিশনার বেল্লাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার হওয়া যাত্রীর নাম রমজান আলী (২৮)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বেল্লাল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার যাত্রী পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে এই স্বর্ণ নিয়ে আসেন। বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল হয়ে হেঁটে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে তার পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আরও পড়ুন- কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতি পেলে দায় সরকারের: অর্থ প্রতিমন্ত্রী