নেত্রকোনায় হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ (ছবি- প্রতিনিধি)

জননন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল থেকে উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার হ‌ুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল। ২০১২ সালের এদিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে কোরান খতম, মিলাদ, দোয়া মাহফিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে হ‌ুমায়ূন আহমেদের নিজ হাতেগড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষ।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মুহাম্মাদ আসাদুজ্জামান জানান, হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবাষিকী উপলক্ষে আজ সকাল ৭টায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কালো পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে তারা বুকে কালো ব্যাজ পরেন। এ ছাড়া, সকাল ৮টা-১০টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা হ‌ুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে কুরান খতম করেন। পরে বেলা ১২টায় তার পতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন বিশিষ্টজনেরা। সবশেষে ছিল মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠান।

হ‌ুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন–  বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মুহাম্মাদ আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামসহ অনেকে।

এদিকে, হ‌ুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হ‌ুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ ও চর্চা সাহিত্য পরিষদ ‘আড্ডা’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চর্চা সাহিত্য পরিষদ ‘আড্ডা’র সমন্বয়কারী ও ‘হ‌ুমায়ূন আহমেদ স্মৃতি সংসদে’র সাধারণ সম্পাদক জীবন রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন– কবি আশরাফ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক হুমায়ূন কবীর, ব্যবসায়ী কামরুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে, এ দিনটি উপলক্ষে হ‌ুমায়ূন আহমেদের নানাবাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর শেখ বাড়িতে কোরানখানি, কাঙালি ভোজ, হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।