নাটোরে ১০ মাদকসেবী-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা

র‌্যাবের হাতে আটক মাদকসেবী ও বিক্রেতাপ্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির দায়ে নাটোরে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নাটোর জেলা র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা শনিবার (২১ জুলাই) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার এসি ল্যান্ড শামীম ভূঁইয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ২০০ গ্রাম গাঁজা, সাত পিস অ্যামফিটামিন ট্যাবলেট ও ১০ হাজার লিটার চোলাই মদসহ ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)-কে এক বছর, শহরের কানাইখালী মহল্লার হাবিব শেখের ছেলে রিমন শেখকে ছয় মাস,কান্দিভিটুয়া মহল্লার নিমাইয়ের ছেলে রাজীব (২৫), সদর উপজেলার চাঁদপুর এলাকার আসকানের ছেলে রবিউল আওয়াল (৩৩), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামের খোরশেদের ছেলে জাহাঙ্গীর (৩২) এবং দস্তানাবাদ এলাকার নিজামুদ্দিনের ছেলে রবিউল(২৮)-কে এক মাস করে, বনবেলঘড়িয়া এলাকার শাহ আলমের ছেলে মোমিনুল (২১), কাশিয়াডাঙ্গা এলাকার আদম বিশ্বাস (৭০), ঝলমলিয়া এলাকার গোবিন্দ বিশ্বাসের ছেলে বিমল বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার আমহাটী এলাকার মোখলেছুর রহমানের ছেলে সিপার (৪৪)-কে ১৫ দিন করে কারাদণ্ড ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার আব্দুস সালামের ছেলে জামাল হোসেনকে (৩৮) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ১০ জনকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান শিবলী মোস্তফা।