ডোমারে ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ

ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঢেউটিননীলফামারীর ডোমারে সম্প্রতি বয়ে যাওয়া শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে এসব ঢেউটিন বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদ আলী ব্যাপারী প্রমুখ।

জানা গেছে, গোমনাতি মহাবিদ্যালয়ে চার বান্ডিল, পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে চার বান্ডিল, কাঁঠালতুলি উচ্চ বিদ্যালয়ে চার বান্ডিল, আমবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে চার বান্ডিল, উত্তর আমবাড়ি ডীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার বান্ডিল, গোমনাতি মরহুম হাজী তছির উদ্দিন দাখিল মাদ্রাসায় তিন বান্ডিল, আল জামিয়াতুল ইসলামিয়া রিয়াজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় চার বান্ডিল, মৌজা গোমনাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার বান্ডিল, কেতকীবাড়ি স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার বান্ডিল, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে চার বান্ডিল, বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে চার বান্ডিল, কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ে চার বান্ডিল, গোমনাতি ভোকেশনালে তিন বান্ডিল এবং চিলাহাটি মুন্সিপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় দুই বান্ডিল টেউটিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ বান্ডিল (৯ ফিট  দৈর্ঘ্যের ৪১৬ পিস) ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা অতিথির কাছ থেকে এসব টিন গ্রহণ করেন।