রাসিকে কাউন্সিলর পদেও আ.লীগের জয়জয়কার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনরাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ২১ জন। বিএনপির ৮ জন এবং ওয়ার্কার্স পার্টির ১ জন। এবারের নির্বাচনে নগরীর ১৪টি ওয়ার্ড থেকে জামায়াতের প্রার্থী অংশ নিলেও জয় পাননি কেউ।

সাধারণ কাউন্সিলর পদে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬০ জন প্রার্থী। নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১ নম্বর ওয়ার্ডে রজব আলী (মোট ভোট-৫৬৫৯, আওয়ামী লীগ), ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম (মোট ভোট-৫৮৮১, আওয়ামী লীগ), ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন (মোট ভোট-৩৪৩৩, আওয়ামী লীগ), ৪ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন টুনু (মোট ভোট-২৮৯৬, আওয়ামী লীগ) ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু (মোট ভোট-৩৩৫২, আওয়ামী লীগ), ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু (মোট ভোট-৩৭৪৩, আওয়ামী লীগ), ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি (মোট ভোট-১৭১৬, ওয়ার্কার্স পার্টি), ৮ নম্বর ওয়ার্ডে এসএম মাহাবুবুল হক পাভেল (মোট ভোট-১৪৩৬, আওয়ামী লীগ), ৯ নম্বর ওয়ার্ডে রেজাউন নবী দুদু (মোট ভোট-৩২১৯, বিএনপি), ১০ নন্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার (মোট ভোট-১৭৭৩, বিএনপি), ১১ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম তজু (মোট ভোট-৩০৩৩, আওয়ামী লীগ), ১২ নম্বর ওয়ার্ডে সরিফুল ইসলাম বাবু (মোট ভোট-২৩৭৭, আওয়ামী লীগ), ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল মোমিন (মোট ভোট-৩৭৪৬, আওয়ামী লীগ), ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার (মোট ভোট-৩০২৭, আওয়ামী লীগ), ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন (মোট ভোট-৩৮৩৪, বিএনপি), ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহম্মেদ (মোট ভোট-৪৬৯৫, বিএনপি), ১৭ নম্বর ওয়ার্ডে শাহাদত আলী শাহু (মোট ভোট-৭০৯০, আওয়ামী লীগ), ১৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম পচা (মোট ভোট-২২৫৮, বিএনপি), ১৯ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম সুমন (মোট ভোট-৮৯০৮, আওয়ামী লীগ), ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম সরকার (মোট ভোট-১৭৯৫, আওয়ামী লীগ), ২১ নম্বর ওয়ার্ডে নিযামুল আজীম নিযাম (মোট ভোট-৩৬০২, আওয়ামী লীগ), ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টেকন (মোট ভোট-২৯২৭, আওয়ামী লীগ), ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী (মোট ভোট-২৩৫৬, আওয়ামী লীগ), ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী (মোট ভোট-৩৬৮৭, আওয়ামী লীগ), ২৫ নম্বর ওয়ার্ডে তরিকুল আলম পল্টু (মোট ভোট-৪১৯৭, আওয়ামী লীগ), ২৬ নম্বর ওয়ার্ডে আক্তারুজ্জামান কোয়েল (মোট ভোট-২৯০৫, বিএনপি) ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব (মোট ভোট-৩০৮৮, বিএনপি), ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু (মোট ভোট-২৮৯৬, বিএনপি), ২৯ নম্বর ওয়ার্ডে মাসুদ রানা শাহিন (মোট ভোট-২০২০, আওয়ামী লীগ) ও ৩০ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম পিন্টু (মোট ভোট-৪৬৮৬, আওয়ামী লীগ)।

এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়লাভ করেছেন- তাহেরা খাতুন (মোট ভোট-১২,৫৪১), আয়েশা খাতুন (মোট ভোট-৫৯৬৬), মুসলিমা বেগম বেলী ((মোট ভোট-৭৪৪৯), শিরিন খাতুন (মোট ভোট-৬২২৫), সামসুন নাহার (মোট ভোট-৫৩৭৫), মাজেদা বেগম (মোট ভোট-১০৪৮৩), উম্মে সালমা (মোট ভোট-৯৪০০), নাদিরা বেগম (মোট ভোট-১২৫০৬), লাইলী বেগম (মোট ভোট-১০০৩১) ও সুলতানা রাজিয়া (মোট ভোট-১০৪৮১)।

এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডের জন্য ১৬০ জন সাধারণ কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত নারী আসনে ৫২ জন কাউন্সিলর প্রার্থী ভোটের মাঠে লড়াই করেছেন।

উল্লেখ্য মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭৭০ ভোট।

আরও পড়ুন- রাজশাহীর হারানো সৌন্দর্য ফেরাতে চাই: লিটন