ঝালকাঠি বিআরটিএ অফিসে উপচে পড়া ভিড়, চার দিনে ৭০০ মামলা

ঝালকাঠি বিআরটিএ অফিসে উপচে পড়া ভিড়জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ঝালকাঠি বিআরটিএ অফিসে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন, ফিটনেস নবায়নসহ বিভিন্ন আবেদনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। অফিসের বাইরেও ড্রাইভারদের লাইন চোখে পড়ার মতো। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে রাজধানীর বাইরের জেলা ও উপজেলাগুলোতেও সাড়া পরে। এছাড়া ছাত্র আন্দোলন শেষ হতে না হতে ৫-১১ আগস্ট পর্যন্ত জাতীয় ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ায় পুলিশী ধরপাকড়ের শিকার হচ্ছেন গাড়ি চালকরা। ফলে বিআরটিএ অফিসে ভিড় বেড়েছে।

ঝালকাঠি বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী মো. শাহ আলম হাওলাদার জানান, ‘ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আমাদের কাজে দম নেওয়ারও উপায় নেই। অনান্য সময়ের তুলনায় কয়েকদিন ধরে কয়েকগুণ ড্রাইভার সেবা নিতে আসছেন।’

জেলা বিআরটিএ অফিসের পরিদর্শক মো. মাহফুজ হোসেন জানান, চালকদের সেবা দিতে তারা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করছেন। শুক্রবার ছাড়া প্রতিদিনই অফিস খোলা রয়েছে।

ঝালকাঠি বিআরটিএ অফিসের সহকারী পরিচালক এসএম মাহবুবু রহমান জানান, ‘কয়েক দিন ধরে লাইসেন্স প্রাপ্তির নতুন আবেদনই বেশি জমা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে কোনও চালকই সেবাবঞ্চিত না হন। নির্বিঘ্নে লাইসেন্সপ্রার্থীরা আবেদন করছেন।

ঝালকাঠি জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মামুন জানান, ‘ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে পুলিশের ৯টি টিম গাড়ির কাগজ, লাইসেন্স, ইন্সুরেন্স ও ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। গত চার দিনে জেলায় ৭০০ এরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং ১০টির মতো গাড়ি জব্দ করা হয়েছে।’

আরও পড়ুন- সাতক্ষীরায় সড়কে ৮০০ যানবাহন ফিটনেসবিহীন