গরু বোঝাই ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত, দুই গরুর মৃত্যু

রাজশাহীরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুইটি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, সোমবার (১৩ আগস্ট) বিকাল ৬টার দিকে গোদাগাড়ী উপজেলার ঘুন্টিঘর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কবির হোসেন (৪৫) নামের এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি নাচোল উপজেলায়। সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও চার ব্যবসায়ী। তাদের ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ট্রাকটিতে থাকা আরও দশটি গরুও আহত হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নাচোল থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক কোরবানির হাটে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। এমন সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- ডাকাতের হাতে গেলো নগদ টাকা, প্রতারকের হাতে ১৭ লাখ টাকার গরু!