সালিশে কুপিয়ে হত্যা: বাবার যাবজ্জীবন, ছেলের ফাঁসি

জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ীরাজবাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সালিশে ঠান্ডু নামের একজনকে কুপিয়ে হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন ও তার ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া ডাঙ্গীপাড়া গ্রামের মিরাজ উদ্দিন সরদার (৭০) ও তার ছেলে রবিউল সরদার (২৯)।বাবার যাবজ্জীবন, ছেলের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী জানান, ‘২০১৩ সালে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সালিশে ঠান্ডুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঠান্ডুর বড় ভাই মো. লিটন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। এদের মধ্যে দোষী প্রমাণিত হওয়ায় মিরাজ উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার ছেলে রবিউল সরদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাকি চার আসামি খোরশেদ সরদার, বেনুয়া বেগম, পলি ও দেলোয়ারা হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

আরও পড়ুন- ওয়ারীতে গোলাগুলির নেপথ্যে পশুর হাটের চাঁদাবাজি!