বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক (আইনমন্ত্রী)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সড়ক বাজারে সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে ১৫ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী আমেরিকায়, নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাকি খুনিদের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। আমাদের কাছে অনেক তথ্য আছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তারা চায়, দেশটা পাকিস্তান হয়ে যাক। যেখানে সেখানে বোমা বিস্ফোরণ ঘটুক। ২০০৪ সালের ২১ আগস্টের মতো বোমা হামলার ঘটনা আরও ঘটুক, বিএনপি এটাই চায়।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘তিনি লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন। তার বিলাসবহুল জীবনযাপনের পেছনে ব্যয়িত টাকার উৎস কী? ওই সব লুটের টাকা। এগুলোর হিসাব দিতে হবে।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে চায় না, তাদের আমরা দলে টানি না। তারা বাংলাদেশের ক্ষতি করে।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন– আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন বাবুল, মো. সেলিম, জেলা পরিষদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন প্রমুখ।