ডিমলায় চার জামায়াত নেতা গ্রেফতার

নীলফামারী

সরকারবিরোধী প্রচারণা ও নাশকতা পরিকল্পনার বৈঠক হতে নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ শীর্ষ চারজন জামাত নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতের রোকন মজিবর রহমান (৪২), উপজেলা জামায়াতের আমির মহিউর রহমান (৪৮), উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের জামায়াতের আমির আবুল বাশার মো. সামছুল হক (৫২) ও বালাপাড়া ইউনিয়নের জামায়াতের আমির জয়নুল আবেদীন (৬৫)।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে উপজেলা জামায়াতের আমির মহিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখানে ওই চার নেতা সরকারবিরোধী আন্দোলন পরিচালনা করার গোপন বৈঠক করছিলেন। বৈঠকে সরকারবিরোধী প্রচারপত্র ও মৌলবাদি পুস্তক বিতরণ ও নাশকতা পরিচালনার পরিকল্পনার সময় তাদের গ্রেফতার করা হয়।’

তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।