টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রুটে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

ঢাকা থেকে উত্তরবঙ্গের রুটে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সড়কে বিভিন্ন যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে।

রবিবার (১৯ আগস্ট) বিকালে মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।  

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

রাজধানী ঢাকার সঙ্গে সড়ক-পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ-মাধ্যম এই সড়কটি। প্রতিবছর ঈদের সময় যানবাহনের চাপে এই মহাসড়কে সৃষ্টি হতো দীর্ঘ যানজটের। কিন্তু সম্প্রতি চার লেন প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হওয়ার ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে গেছে। ফলে আসন্ন ঈদে কোনও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে ঘরে ফেরা মানুষের।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

সরেজমিনে দেখা যায়, সড়কটি যানজটমুক্ত রাখতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত কোনও যানজটের সৃষ্টি হয়নি।’