বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই আনিস ক্লোজড

বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই আনিসুর রহমানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা এ নির্দেশ দিয়েছেন। তবে কী কারণে তাকে ক্লোজড করা হয়েছে সে সম্পর্কে কোনও মন্তব্য করেনি কর্তৃপক্ষ। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে নাজির হোসেন ও ফেরদৌস আলম নামে দুই ব্যক্তি ভটভটি থেকে চাঁদা আদায় করেন। ওই হাটে এসআই আনিসুর রহমান দায়িত্বে থাকার পরও চাঁদা আদায় হওয়ার বিষয়টি ঊর্ধতন কর্মকর্তারা জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতেই ওই কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। পুলিশ অভিযুক্ত নাজিরকে গ্রেফতারও করেছে।

এসআই আনিসুর রহমান ক্লোজড হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন তবে কারণ সম্পর্কে তিনি কিছু জাননে না বলেও জানিয়েছেন।

নন্দীগ্রাম সার্কেলের এএসপি আনোয়ার হোসেন এ ব্যাপারে বলেছেন, ‘হয়তো কর্তব্যে কোনও অবহেলা থাকায় তাকে ক্লোজড করা হয়েছে।’