বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু: চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আকিফাকুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু আকিফা খাতুনের মৃত্যুর ঘটনায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন আকিফার বাবা হারুন উর রশিদ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় গাড়ির চালক এবং দুই সহযোগীকে আসামি করা হয়েছে। ওসি নাসিরউদ্দিন জানান, ‘সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি শিগগিরই আসামিদের ধরা সম্ভব হবে।’

এর আগে রাত ৯টার দিকে শিশু আকিফা খাতুনের জানাজা শেষে চৌড়হাস কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় পথচারী মা-মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে মা রিনা বেগম ও শিশু আকিফা খাতুন গুরুতর আহত হয়। ঘটনাটি পাশের একটি জুয়েলারির দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এই সময় মা রিনা বেগম তার সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কোনও হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা-মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকিফা খাতুনের বাবা হারুন উর রশিদ কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার খুদ্র ব্যবসায়ী।

আরও পড়ুন-



আহাজারি থামছে না আকিফার বাবার

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশুটি মারা গেছে