টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ডাকাত’ আটক

 

যৌথ বাহিনীর অভিযানে আটক জহির আহমদ (মাঝে গ্যাঞ্জি পরা)কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জহির আহমদ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আটক যুবক ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে যৌথ বাহিনী। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে জাদিমুরা এলাকার শালবাগান নতুন ক্যাম্প থেকে তাকে আটক করে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যের একটি দল। সে নয়াপাড়া ক্যাম্প ই-ব্লকের আব্দুল আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ কবির হোসেন।

মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘বুধবার বিকালে শালবাগান নতুন ক্যাম্পের পাহাড়ের কাছাকাছি একদল ডাকাত অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে তার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টাকালে জহিরকে আটক করা হয়। ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পাহাড়ে পালিয়ে যায়। আটক জাহির শীর্ষ ডাকাত নুর আলমের সহযোগী। তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’