বগুড়ায় জামায়াতের নারী শাখার ৬ নেতাকর্মী আটক

বগুড়া

বগুড়ায় গোপন বৈঠককালে জামায়াতের নারী শাখার ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের দক্ষিণ কাটনারপাড়ার এলাকার সুলতান আলীর বাড়ি থেকে তাদের আটকব করা হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়।

আটক নেতাকর্মীরা হলেন- শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকার সুলতান আলীর স্ত্রী রোশেনা বেগম (৬০), একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী জোবায়দা বেগম (৩৫), আবদুল খালেকের স্ত্রী কুলসুম বেগম (৬২), সিহাব পারভেজের স্ত্রী রুমা বেগম (৩৬), জাহিদুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (৪০) ও রেজাউল করিমের স্ত্রী খোদেজা বেগম (৫০)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের দক্ষিণ কাটনারপাড়ায় সুলতান আলীর বাড়িতে জামায়াতের নারী শাখার বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার ব্যাপারে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।